• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিরোলী ইউনিয়নে বিএনপি'র কর্মীসভা সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি    ২৩ নভেম্বর ২০২৫, ০৬:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নড়াইল ১ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম কালিয়া থানার পিরোলী ইউনিয়নে(২২ নভেম্বর) দিনব্যাপী গণসংযোগ করেছেন। বিকেল সাড়ে চারটায় পিরোলী বাজারে কর্মী সমাবেশে র মাধ্যমে গণসংযোগ শেষ করেন। 

সমাবেশে সভাপতিত্ত করেন ইউনিয়ন বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফেরদৌস হোসেন বিশ্বাস। পরিচালনা করেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুজ্জামান পাপ্পু ও ছাত্রনেতা সরদার তরিকুল ইসলাম। 

প্রধান অতিথি নড়াইলে ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন "আপনারা ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দিন। গত ১৭ বছর আপনারা নির্যাতিত ছিলেন, বঞ্চিত ছিলেন। বিএনপি সরকার গঠন করলে আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন। আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাস স্টেট বিএনপি'র সেক্রেটারি বলেন"আমিও মনোনয়নের জন্য চেষ্টা চালিয়েছি। ৩০ অক্টোবর বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করতে হবে। আমি বিএনপি করি দীর্ঘদিন নেতাকর্মীরা নির্যাতিত ছিলেন। আমি ধানের শীষের পক্ষেই আছি। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। আমরা সবাই ধানের শীষে ভোট দিব। 

আরো বক্তব্য রাখেন ফারুক আসিক দাদাভাই, কালিয়া থানা বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক  স ,ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া থানা বিএনপি'র সাবেক সহ-সভাপতি সেখ নজরুল ইসলাম, থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মোঃ ইখতিয়ার হোসেন গাজী, ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শেখ রহমত হোসেন, বিরল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ। 

সকালে খড়রিয়ায় ও দুপুরে জামরিলডাঙ্গা বাজারে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ।
 
ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা
তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা
শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে
শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে
ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে রোহিঙ্গা শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে রোহিঙ্গা শনাক্ত