দেশপ্রেমিকদের বারবার অবজ্ঞা করেছিল ফ্যাসিস্ট সরকার: রহমাতুল্লাহ

ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশপ্রেমিক ও গুণীজনদের অবজ্ঞা ও অবমূল্যায়ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
রোববার (২৩ নভেম্বর) বিএনপি'র সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মরহুম অধ্যক্ষ মো: ইউনুস খানের ৩১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১১ টায় কবর জিয়ারত পুষ্পস্তবক অর্পণ, বরিশালস্থ নিজস্ব কার্যালয়ে কার্যালয়ে স্বাধীনতা ফোরামের আয়োজনে স্বরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এসময় রহমাতুল্লাহ বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের গণতন্ত্র, রাষ্ট্রের মৌলিক কাঠামো ও জাতীয় চেতনা ধ্বংস করেছে। পাশাপাশি যারা রাষ্ট্র, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য আজীবন কাজ করেছেন-সেই সব দেশপ্রেমিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের চরিত্রহননের অপচেষ্টা চালানো হয়েছে। এ দেশের মানুষ কখনো দেশপ্রেমিকদের অপমানের সংস্কৃতি মেনে নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেমিক রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের একত্রিত করে একটি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করেছিলেন। তার সেই ডাকে সাড়া দিয়েই দেশের বিভিন্ন অঞ্চলের দেশপ্রেমিকরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপি গড়ে তোলে। অধ্যক্ষ মোঃ ইউনুস ছিলেন সেই শীর্ষ শিক্ষাবিদ ও রাজনীতিবিদদের একজন, যার অবদান দক্ষিণাঞ্চলের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সভায় তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সব পর্যায়ের দেশপ্রেমিক, গুণীজন ও বুদ্ধিজীবীদের যথাযথ সম্মান দিতে দলটি প্রতিজ্ঞাবদ্ধ।
সম্প্রতি একটি রাজনৈতিক দলের নেতাদের প্রশাসনকে দলীয় কাজে ব্যবহারের ঘোষণায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রকাশ্য জনসভায় এ ধরনের ঘোষণা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। এসব বক্তব্যের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থান প্রয়োজন বলে দাবি করেন রহমাতুল্লাহ।
তিনি আরও বলেন, এই ধরনের ঘোষণা নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহবায়ক তারিক সুলায়মান, যুগ্ম-আহবায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ





