বাঁশখালীতে নিখোঁজের ৩ দিন পর নিজ উঠানের গর্তে উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের তিন দিন পর নিজ বাড়ির উঠানে মাটি চাপা দেওয়া অবস্থায় আশরাফ মিয়া ওরফে ফকির (৬৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ নভেম্বর) সকালে কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত আশরাফ মিয়া (৬৫) উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব টেমাপাড়া মৃত ফরিদের ছেলে।
পরিবার সূত্রে জানান, বিগত ৩দিন আগে আশরাফ মিয়া নিখোঁজ হয়, আজ সকালে নিজ উঠানের দক্ষিণ পাশে কমলা গাছে পানি দেওয়ার সময় হঠাৎ উঠানের এক কোণে নতুন মাটির স্তর চোখে পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা মাটি সরাতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই লাশের অংশ বেরিয়ে আসে। তাতে দেখতে পায় তার পিতার লাশ। পরে তারা পুলিশকে খবর দেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, লাশটির মাথায় কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ভিওডি বাংলা/ এমএইচ




