• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ী-২ আসনে ধানের শীষের পক্ষে মিছিল ও পথসভা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি মো. মুজাহিদুল ইসলাম।

রোববার (২৩ নভেম্বর) বিকালে তিনি পাংশা থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোডাউনসহ বালিয়াকান্দিতে আসেন। শোডাউনটি বালিয়াকান্দির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া বাজারে একটি সংক্ষিপ্ত পথসভা, লিফলেট বিতরণ এবং বাঘুটিয়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পথসভা ও উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. মুজাহিদুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি। দল যদি আমাকে রাজবাড়ী-২ আসনে মনোনয়ন দেয়, তবে আপনাদের ভোট ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করবো। বিশেষ করে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, রাস্তা-ঘাট সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং মানুষের সব সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন—বালিয়াকান্দি উপজেলা বিএনপির সদস্য ও বহরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম শেখ, বহরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমজাদ আলী শেখ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলী মুন্সী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান শেখ, বালিয়াকান্দি উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. ওহিদ মণ্ডলসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে সন্ধ্যায় মুজাহিদুল ইসলামের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলা সড়ক থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বালিয়াকান্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাররাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে
শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে
ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে রোহিঙ্গা শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে রোহিঙ্গা শনাক্ত
পিরোলী ইউনিয়নে বিএনপি'র কর্মীসভা সভা অনুষ্ঠিত
পিরোলী ইউনিয়নে বিএনপি'র কর্মীসভা সভা অনুষ্ঠিত