• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: মাহফুজ আলম

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পি.এম.
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ছবি-সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরা পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার।

রোববার (২৩ নভেম্বর) তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নূতন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। সমাজে রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র‍্যকে বাধাগ্রস্ত করলে ফ্যসিবাদ পুন: প্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে। তাসাওফপন্থী, ফকির, বাউলসহ সকল ভিন্নমতাবলম্বীদের উপর সব ধরনের জুলুম বন্ধ হোক।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণ
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণ
জুলাই যোদ্ধাদের দায়মুক্তির আইন প্রণয়ন হচ্ছে
জুলাই যোদ্ধাদের দায়মুক্তির আইন প্রণয়ন হচ্ছে
চুপ থাকতে বলা হয়েছে: তাজনূভা
এনসিপি থেকে পদত্যাগ চুপ থাকতে বলা হয়েছে: তাজনূভা