• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দীর্ঘক্ষণ একটানা বসে কাজ করা ধূমপানের থেকেও ক্ষতিকর!

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পি.এম.
প্রতীকী ছবি

আজকাল কাজের চাপ, বাড়ি থেকে শুরু করে অফিসের দায়িত্ব- সব মিলিয়ে দিনের বেশির ভাগ সময়টাই কেটে যায় চেয়ার-টেবিলের সামনে। অনেকেই মনে করেন, পরে কিছুটা হাঁটাহাঁটি বা দৈনিক ১০ হাজার স্টেপ পূরণ করলেই বেশ ক্ষতি হবে না। কিন্তু চিকিৎসকদের মতে, এই ধারণা ভুল। দীর্ঘক্ষণ একটানা বসে থাকার ক্ষতি কেবল হাঁটাহাঁটি দিয়ে পূরণ করা যায় না (Prolonged sitting risks)। এমনটাই সতর্ক করেছেন ভাসকুলার সার্জন ও ভ্যারিকোস ভেইন বিশেষজ্ঞ ড. সুমিত কাপাডিয়া।

সম্প্রতি ভাসকুলার সার্জন ও ভ্যারিকোস ভেইন বিশেষজ্ঞ ড. সুমিত কাপাডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সবাইকে এই সম্পর্কে সতর্ক করেছেন (Vascular surgeon advice)। তাঁর মতে, ঘণ্টার পর ঘণ্টা একই ভঙ্গিতে বসে থাকলে রক্তসঞ্চালন কমে যায়, শিরায় চাপ পড়ে এবং ভবিষ্যতে নানান সমস্যা তৈরি হতে পারে। তাই শুধু স্টেপ কাউন্ট নয়, বরং বারবার উঠে নড়া-চড়া করাটাই বেশি জরুরি।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘণ্টার পর ঘণ্টা একইভাবে বসে থাকলে শরীরের রক্ত চলাচল ধীরে যায়। এতে শিরার ভেতর রক্ত জমতে থাকে, ভাল্‌ভ দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে পা ফুলে যাওয়া, ব্যথা, ভারিকোস ভেইন এমনকি রক্ত জমাট বাঁধার ঝুঁকিও বাড়ে। তাই দিনের শেষে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেই সব ঠিক হয়ে যাবে, এই ধারণা ভুল।

ড. কাপাডিয়ার কথায়, “দিনে যতই স্টেপ হাঁটুন না কেন, ১০ ঘণ্টা বসে থাকার ক্ষতি তা পূরণ করতে পারে না।” অর্থাৎ, দীর্ঘ সময় অচল হয়ে থাকার ফল শরীরকে আগেই ক্ষতিগ্রস্ত করে ফেলে, যা শুধু হাঁটাহাঁটি দিয়ে মেটানো যায় না। তাঁর মতে, দিনের পর দিন ১০ ঘণ্টা একটানা বসে কাজ করলে শরীরে যে ক্ষতি হয় তা অনেক ক্ষেত্রে ধূমপানের থেকেও বেশি। তাই সময় থাকতে এখন থেকেই সতর্ক হতে হবে।

এই সমস্যাগুলো থেকে বাঁচতে তিনি কয়েকটি সহজ কিন্তু নিয়মিত অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। সেগুলি হল-

প্রতি ৪৫-৬০ মিনিট পর পর উঠে দাঁড়ান।

হালকা স্ট্রেচিং করুন।

কমপক্ষে ২ মিনিট হাঁটুন।

ক্যাফ মাসল নড়ান-চড়ান। 

এগুলোকে তিনি বলেছেন শরীরের ‘peripheral heart’, কারণ রক্তকে নীচ থেকে ওপরে তুলতে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

ড. কাপাডিয়া বলেন, “Tiny breaks make a huge difference”- অর্থাৎ ছোট ছোট বিরতি শরীরকে অনেকটাই নিরাপদ রাখে। শিরাগুলোকে ম্যারাথন নয়, শুধু নিয়মিত নড়াচড়া দরকার।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনযাত্রায় বসে থাকার সময় অনেকটাই বেড়ে গেছে। তাই কাজে যতই ব্যস্ত হোন না কেন, মাঝে মাঝে উঠে দাঁড়ানো, শরীর নড়ানো এবং ছোট ছোট বিরতি নেওয়া প্রয়োজনীয় স্বাস্থ্যচর্চার অংশ হওয়া উচিত।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিডারে দুধ খাওয়াচ্ছেন? অজান্তেই বাড়াচ্ছেন শিশুর মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
ফিডারে দুধ খাওয়াচ্ছেন? অজান্তেই বাড়াচ্ছেন শিশুর মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
শীতে কেন বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি
শীতে কেন বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি
রুম হিটার চালানোর আগে ৭ সতর্কতা
রুম হিটার চালানোর আগে ৭ সতর্কতা