• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিসিএস পরীক্ষা পেছানোর দাবি

৯ ঘণ্টা ধরে রেল অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের

ময়মনসিংহ প্রতিনিধি    ২৩ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবি না মানায় ৯ ঘণ্টা ধরে রেললাইন অবরোধ করে রেখেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে। ফলে এই রুটে যাত্রীদের ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রেল অবরোধ চলমান।

শিক্ষার্থীরা জানান, পিএসসি কর্তৃপক্ষের সঙ্গে উপদেষ্টাদের আলোচনায করে সন্তোষজনক আশ্বাস আদায় না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না। এই আন্দোলনে রাজশাহী, খুলনায় ট্রেন অবরোধ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে সড়ক অবরোধ, রংপুর বিশ্ববিদ্যালয়ে সড়ক অবরোধ চলছে।

আন্দোলনকারী মেহরাজ হাসান বলেন, ‘আমাদের দাবির বিষয়ে এই মুহূর্তে ঢাকা শাহাবাগে ব্লকেড কর্মসূচি চলছে। ঢাকার নির্দেশনা অনুযায়ী আমরা বাকৃবিতে অবরোধ করেছি।

পিএসসি কর্মকর্তাদের সাথে উপদেষ্টাদের মধ্যে মিটিং হওয়ার কথা। আলোচনায় সন্তোষজনক সিদ্ধান্ত এলে রেল অবরোধ প্রত্যাহার করে নেব।’

রোববার ২৩ নভেম্বর সকাল ১১টায় ক্যাম্পাস এরিয়ায় অবরোধের মুখে আটকে ছিল দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা পথ ছেড়ে দেয়। পরে আবারো রেললাইন ব্লকেড করে অবস্থান করেন বিসিএস প্রত্যাশী শিক্ষার্থীরা। 

এর আগে,রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে রেললাইন সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। এরপর সকাল ১১টায় রেল অবরোধের কর্মসূচির অংশ হিসেবে তিস্তা এক্সপ্রেস আটকে দেন। 

ট্রেন অবরোধ করে রাখায় দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা। আবদুল কাদির নামে তিস্তা এক্সপ্রেসের এক যাত্রী বিরক্তি প্রকাশ করে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। 

তবে জনদুর্ভোগ যাতে না হয় সেদিকেও তাঁদের নজর দিতে হবে। তাঁদের যা দাবি-দাওয়া আছে তা প্রশাসনের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সমাধান করতে হবে। এতক্ষণ ধরে ট্রেনে আটকে আছি। এই পরিস্থিতি প্রচণ্ড বিরক্তিকর।’

ট্রেন আটকানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘৪৭তম বিসিএস পরীক্ষার সময়সূচি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তার জেরে শিক্ষার্থীরা মাঝেমধ্যেই রেললাইন অবরোধ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় প্রশাসন শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে এবং তাদের দাবির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে একটি সুষ্ঠু সমাধানের উদ্দেশ্যে। বিসিএস কর্তৃপক্ষের কাছে অনুরোধ, শিক্ষার্থীদের দাবি যদি ন্যায্য হয় তবে তা দ্রুত বাস্তবায়নে রূপরেখা দেওয়া উচিত।’

তিনি আরো বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে আহ্বান, দেশের আইন রয়েছে, বিশ্ববিদ্যালয়েরও নিজস্ব আইন রয়েছে। যেকোনো আন্দোলন হতে হবে নিয়মতান্ত্রিক। এর ব্যত্যয় ঘটলে বিশ্ববিদ্যালয়ের সম্মানহানির পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হবে। তাই তারা যেন বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত রেল অবরোধ প্রত্যাহার করে।’

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন তত্ত্বাবধায়ক মো. আব্দুল্লাহ আল হারুন জানান, রেললাইন অবরুদ্ধ থাকায় দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে গফরগাঁও স্টেশনে এসে থেমে আছে। অপরদিকে ত্রিশালের ফাতেমা নগরে মহুয়া কমিউটার ট্রেন, আউলিয়া নগরে আগ্নিবীনা এক্সপ্রেস এবং ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বলাকা এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন স্থবির হয়ে আছে। অর্থাৎ স্থবির হয়ে আছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে
শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে
ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে রোহিঙ্গা শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে রোহিঙ্গা শনাক্ত
পিরোলী ইউনিয়নে বিএনপি'র কর্মীসভা সভা অনুষ্ঠিত
পিরোলী ইউনিয়নে বিএনপি'র কর্মীসভা সভা অনুষ্ঠিত