• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৪ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ি বনাঅঞ্চলের টেলকি বিমান ঘাটি সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘনা ঘটে।

রোববার (২৩ নভেম্বর) সন্ধা সাতটায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পাহাড়ি বনাঞ্চলের ঝলই-টেলকি মাঝামাঝি বিমান ঘাটি সাইনবোর্ড এলাকায়  মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলাড়ের লেগে ঘটনা স্থলেই দুই তরুণ নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দক্ষিণ চর এলাকার রাকিব (৩৬) এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পশ্চিম পাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে ইয়াছিন (৩৫)।

দুর্ঘটনায় নিহতরা বন্ধুদের সঙ্গে মধুপুরে ঘুরতে এসেছিলেন। ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার শব্দ শোনামাত্রই তারা ছুটে যান। তবে ততক্ষণে দুই তরুণের জীবন নিভে গেছে। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মধুপুর থানার ওসি এমরানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এবিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে নিখোঁজের ৩ দিন পর নিজ উঠানের গর্তে উদ্ধার
বাঁশখালীতে নিখোঁজের ৩ দিন পর নিজ উঠানের গর্তে উদ্ধার
ভাঙ্গুড়ায় ইভটিজারদের ছেড়ে দিল পুলিশ
ভাঙ্গুড়ায় ইভটিজারদের ছেড়ে দিল পুলিশ
তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা
তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা