গৌরীপুরে স্বেচ্ছাশ্রমে ব্যস্ততম রাস্তা সংস্কার করলো বিএনপি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ব্যস্ততম ময়মনসিংহ–গৌরীপুর সড়কের তাতকুড়া থেকে পৌরশহরের রেলগেইট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ভাঙাচোরা রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী এই স্বেচ্ছাশ্রম কর্মসূচি পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে নাগরিকদের তীব্র ভোগান্তি লাঘবে দলীয় নেতাকর্মীরা নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারে অংশ নেন।
স্থানীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের ব্যক্তিগত অর্থায়নে এবং তার নির্দেশে এ স্বেচ্ছাশ্রম কার্যক্রম সম্পন্ন করা হয়।
স্বেচ্ছাশ্রম কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, ফারুক আহাম্মেদ, আনোয়ারুল ইসলাম কামাল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, যুগ্ম আহ্বায়ক রমজান হোসেন খান জুয়েল, বেগ ফারুক আহাম্মেদ, মেহেদি হাসান রতন, জয়নাল আবেদীন খোকন, একেএম শহীদুল্লাহ লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি মাহফুজুর রহমান মাফুজ, উপজেলা কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম মিলন, পৌর কৃষকদলের সভাপতি কারিমেল হাকিম শাহী মুনসী, যুব নেতা শোয়েব মুনসী, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, সাবেক ছাত্রদল নেতা মাইনুল ইসলাম শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, পৌর শ্রমিক দলের নেতা অলি মুনসীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি সংস্কার হওয়ায় জনদুর্ভোগ সাময়িকভাবে কমবে এবং জনগণের চলাচল অনেকটা সহজ হবে।
ভিওডি বাংলা/ এমএইচ





