• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে আমাকে গ্রেপ্তার করা : ফরহাদ

নিজস্ব প্রতিবেদক    ২৪ নভেম্বর ২০২৫, ০৪:২০ পি.এম.
রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। ছবি: ভিওডি বাংলা

রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, যে ঘটনা আবুল সরকারকে নিয়ে হয়েছে, এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়। আমরা সরকারকে বলতে চাই— আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি। যখন আপনারা ইতিবাচক ভূমিকা পালন করেছেন, ফকির লালন শাহকে যখন জাতীয়ভাবে মর্যাদা দিয়েছেন, আমরা আপনাদের পেছনে থেকেছি এবং আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি। আবুল সরকারকে গ্রেফতার করার মধ্য দিয়ে এই কৃতিত্ব আপনারা কিভাবে কলঙ্কিত করলেন।

তিনি আরও বলেন, ‘আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া মানে, আমাকে আপনারা গ্রেফতার করেছেন। আমি এটা মেনে নিবো না।’   

সোমবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধুগুরুভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদের উদ্যোগে আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবি এবং মানিকগঞ্জে বাউলশিল্পীদের উপর বর্বর হামলার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।    

প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী মো. রনি ৷  

ফরহাদ মজহার বলেন, ‘৫ আগস্টের পর থেকে ব্যক্তি মর্যাদা এবং ব্যক্তি স্বাধীনতা ক্রমাগতভাবে হরণ করা হয়েছে। এর আগে আমরা এক ধরণের ফ্যাসিস্ট শক্তির নেতৃত্বে ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠতে দেখেছি। সেটা ছিল সেক্যুলার এবং তারা নিজেদেরকে সেক্যুলার বলে দাবি করতো। জাতিবাদী বলে দাবি করতো।  আমরা আরেক ধরণের ধর্মীয় জাতিবাদ দেখছি। এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম। এই ধর্মীয় ফ্যাসিজম প্রথম দিন থেকে, ৫ আগস্টের পর থেকে মাজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। আমরা বারবার এর প্রতিবাদ জানিয়েছি।  সরকারকে জানিয়েছি। আমাদেরকে কতল করবারও হুমকি দেওয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে নানান ধরণের প্রচার তারা চালিয়েছে।’ 

তিনি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বন্ধু মানুষ। আমি নিঃসন্দেহে মনে করি তিনি আমার কথা শুনবেন। আবুল সরকারকে যখন এসবি বা গোয়েন্দা পুলিশ নিয়ে যায়, তখন তিনি (স্বরাষ্ট্র উপদেষ্টা) আমাকে ফোন করেছিলেন। আমি তৎক্ষনাৎ বলেছি— নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো উদ্বিগ্ন থাকে, তাহলে আবুল সরকারকে নিরাপত্তা হেফাজতে নিতে পারেন। কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন, তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। এই মামলা দেওয়ার মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের লুটেরা মাফিয়াশ্রেণী, যারা প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণকে রাখবার জন্যে দম্ভভরে বক্তব্য দেয়। আপনারা তাদের নির্দেশে আবুল সরকারের বিরুদ্ধে মামলা দিয়েছেন।’     

তিনি আরও বলেন, ‘যারা মনে করেন যে, প্রশাসনকে নির্বাচনের সময় তাদের অধীনে থাকতে হবে। এটাকে যারা গণতন্ত্র বলেন এবং সেই গণতন্ত্রের নমুনা দেখানোর জন্য প্রশাসনকে দিয়ে আবুল সরকারের বিরুদ্ধে মামলা দিয়েছেন, আমরা আপনাদেরকে চিনে ফেলেছি।’ 

দেশের যত দরবার আছে, যত সুফি, দরবেশ, সাধু আছে সকলের প্রতি আহবান জানিয়ে ফরহাদ মজহার বলেন, ‘আমাদেরকে অবিলম্বে একটি মহাসম্মেলন ডাকতে হবে। আপনাদেরকে আগত থাকতে হবে। যদি আপনারা মনে করেন প্রত্যেকে বিভক্ত থেকে নিজ নিজ জায়গা থেকে নিরাপদ থাকবেন, এটা হবে না। ফলে আমাদের সকলকে মিলে এই অন্যায়কে প্রতিরোধ করতে হবে। এরপরে আমরা সারাদিন কিংবা ২-৩ দিন ব্যাপী শহীদ মিনারে অবস্থান নিবো। মানিকগঞ্জে যেহেতু আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, আমরা পরবর্তী মহাসম্মেলন মানিকগঞ্জে করতে যাবো।’    

প্রতিবাদ সমাবেশের পর পাঁচজন প্রতিনিধি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য গিয়েছেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর জুরাইনে যুবক গুলিবিদ্ধ
রাজধানীর জুরাইনে যুবক গুলিবিদ্ধ
রাজধানীতে ফের ভূমিকম্প
রাজধানীতে ফের ভূমিকম্প
রাজধানীর সেগুনবাগিচায় ১০তলা ভবনে আগুন
রাজধানীর সেগুনবাগিচায় ১০তলা ভবনে আগুন