৮–০ ব্যবধানে জিতল বাংলাদেশ

চীনের চংকিংয়ে এএফসি অনূর্ধ্ব–১৭ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিমুর লেস্তেকে ৫–০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও গোলের উৎসবে মেতে ওঠে লাল–সবুজের তরুণেরা। ব্রুনাইয়ের জালে আটবার বল জড়িয়ে ৮–০ ব্যবধানে আরেকটি বড় জয় তুলে নেয় দলটি।
গোলের বন্যা বয়ে গেলেও কোনো খেলোয়াড় হ্যাটট্রিক করতে পারেননি। রিফাত কাজী ও অপু দুজনই দুটি করে গোল করেন। একবার করে গোলের দেখা পেয়েছেন মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আধিপত্য বিস্তার করে। ১৩তম মিনিটে বাঁ দিক থেকে ফয়সালের নিখুঁত পাস ধরে অপু দারুণ ফিনিশিংয়ে প্রথম গোল করেন। ২৩তম মিনিটে দুর্দান্ত ড্রিবলিংয়ের পর রিফাত ব্যবধান দ্বিগুণ করেন। এরপর রিদুয়ানের থ্রু পাস থেকে ফয়সাল তৃতীয় গোলটি করেন। মিনিট খানেক পর মানিকের দূরপাল্লার জোরালো শটে স্কোরলাইন দাঁড়ায় ৪–০।
বিরতির পরও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে রিদুয়ানের ক্রস থেকে অপু নিজের দ্বিতীয় গোলটি করেন। ৭৩তম মিনিটে ফয়সালের লং রেঞ্জ শট ফিরিয়ে দিলেও রিফাত রিবাউন্ডে সহজে গোল করে জোড়া গোল পূর্ণ করেন।
দুই মিনিট পর ডি-বক্সে তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আলিফ শান্ত মাথায় সপ্তম গোলটি করেন। ৭৯তম মিনিটে বায়েজিদের নিখুঁত শটে বাংলাদেশের গোলসংখ্যা দাঁড়ায় ৮–০।
এমন দাপুটে জয়ের পর সন্তুষ্টি প্রকাশ করে প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, “ছেলেরা শুরু থেকেই আক্রমণাত্মক ও ইতিবাচক ফুটবল খেলেছে। সুযোগ তৈরি করেছে এবং কাজে লাগিয়েছে—তাই বড় জয় এসেছে। আগামী ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”
এএফসি অনূর্ধ্ব–১৭ বাছাইয়ের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, স্বাগতিক চীন, ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইন। গ্রুপ চ্যাম্পিয়ন দলই সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে জায়গা পাবে।
২৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে চীন ও বাহরাইন।
ভিওডি বাংলা/ আরিফ






