• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফরচুন-বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫

চ্যাম্পিয়ন চ্যানেল ২৪

ক্রীড়া প্রতিবেদক    ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে ফরচুন-বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫ চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল ২৪।

সোমবার (২৪ নভেম্বর) মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চ্যানেল আইকে হারিয়ে শিরোপা উৎসবে মাতেন চ্যানেল ২৪ এর খেলোয়াড়রা।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও যারা বিজয়ী হতে পারেনি তাদের হাতে রানার্স ট্রফি, মেডেল এবং অর্থ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। 

ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাগত বক্তব্য রাখেন। এ সময় ডিআরইউ ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় ও পরিচালনায় মিডিয়া ক্রিকেট এবং পুরস্কার বিতরণীপর্ব সম্পন্ন হয়।

টুর্নামেন্টের ফাইনাল ও পুস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূঁইয়া, সুমন চৌধুরী, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি রেজওয়ান-উজ জামান রাজীব, চ্যানেল ২৪ এর নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ জহিরুল আলম। 

৪৮টি মিডিয়া প্রতিষ্ঠানের অংশগ্রহণে এবারের ডিআরইউ ক্রিকেট অনুষ্ঠিত হয়। সেখান থেকে দুর্দান্ত খেলে ফাইনালে জায়গা করে নেয় চ্যানেল ২৪ এবং চ্যানেল আই। 

আজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে চ্যানেল আই। জবাবে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চ্যানেল ২৪। ৩ উইকেটের ব্যবধানে ফাইনাল ম্যাচ জিতে নেয় চ্যানেল ২৪। ফাইনালে ম্যাচসেরার পুরস্কার জেতেন জয়ী দলের ওপেনার গিয়াস উদ্দিন সজীব। ৫৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। আর পুরো টুর্নামেন্টে দারুণ ব্যাট-বলে নৈপুণ্যে দেখিয়ে ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার জেতেন চ্যানেল আইয়ের অলরাউন্ডার নীলাদ্রি শেখর। তিনি সর্বমোট ২৫৪ রান ও ৫ উইকেট লাভ করে ম্যান অব দ্য সিরিজ হন। 

ফাইনাল খেলায় শুরু থেকে উপস্থিত থেকে পুরো ম্যাচ উপভোগ করেন প্রধান অতিথি গাজী আশরাফ হোসেন লিপু। ডিআরইউ ক্রিকেটের জমকালো আয়োজনে মুগ্ধ তিনি। 

প্রধান অতিথির বক্তব্য গাজী আশরাফ লিপু বলেন, ‘ফাইনাল ম্যাচটা টানটান উত্তেজনাপূর্ণ ছিল। দুদলই দারুণ খেলেছে। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুদলকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা-অভিনন্দন। টুর্নামেন্টে অন্য দলগুলোকেও শুভেচ্ছা। এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি চাইব এর ধারাবাহিকতা যেন বজায় থাকে এবং এ রকম টুর্নামেন্ট বছরে আরো যেন অনুষ্ঠিত হয়।’ 

ভিওডি বাংলা/ এমএম

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের সাথে একাদশে মাঠে নামছে রয়্যাল চ্যাম্পস
সাকিবের সাথে একাদশে মাঠে নামছে রয়্যাল চ্যাম্পস
মুশফিকদের টাকা এখনো দেয়নি খুলনা টাইগার্স
মুশফিকদের টাকা এখনো দেয়নি খুলনা টাইগার্স
থাইল্যান্ডকে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপে প্রথম পদক নিশ্চিত বাংলাদেশের
থাইল্যান্ডকে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপে প্রথম পদক নিশ্চিত বাংলাদেশের