নির্বাচন নিয়ে সংশয় তৈরি হচ্ছে : গয়েশ্বর চন্দ্র

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘যারা এক সময় এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের কথা শোনার জন্য আমরা বেঁচে নেই।’ এ সময় দেশ বিরোধীদের কথা শোনার তীব্র সমালোচনা করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘যারা এক সময় এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের কথা শোনার জন্য আমরা বেঁচে নেই।’ এ সময় দেশ বিরোধীদের কথা শোনার তীব্র সমালোচনা করেন তিনি। সোমবার ২৪ নভেম্বর বিকেলে রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গয়েশ্বর রায় বলেন, দায়িত্বশীলতার সাথে সরকার পরিচালনা করতে হলে অবশ্যই দায়িত্বশীল বিরোধী দল দরকার। কেননা শক্তিশালী বিরোধী দল না থাকলে জবাবদিহিতার জায়গা তৈরি হয় না।
নির্বাচন নিয়ে সংশয়ের কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন নিয়ে সংশয় তৈরি হচ্ছে, কারণ একটি অংশ একেক সময় একেক ধরনের কথা বলছে।’
উত্তরার ফ্লাই স্কুলের উদ্যোগে এবং বিএনপি ঐক্যবদ্ধ ঢাকা-১৮ আসনের সহযোগিতায় ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের আলোকে রাষ্ট্র গঠনে চিন্তাশীল তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
ভিওডি বাংলা/ এমএম







