টপ নিউজ
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া: ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৫, ০৭:২৫ পি.এম.

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সংগৃহীত ছবি
চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এর বরাত দিয়ে সোমবার (২৪ নবেম্বর) মিডিয়া সেল এর সদস্য শাইরুল কবির খান জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।
ডা. জাহিদ হোসেন বলেছেন, “চেয়ারপার্সন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন— যেন মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে তোলেন।”
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গতকাল রোববার (২৩ নভেম্বর) রাতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে চিকিৎসা হচ্ছে।
ভিওডি বাংলা/ আরিফ






