• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-৬ ও ৭ এলাকায় গ্যাস সংকট সমাধানে তিতাসে ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পি.এম.
ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৬ ও ৭ আসনের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে দীর্ঘদিনের তীব্র গ্যাস সংকট নিরসনে তিতাস গ্যাস কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে তিতাসের প্রধান কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজের সাথে সাক্ষাৎ করেন তিনি।

বৈঠক শেষে ইশরাক হোসেন জানান, ওয়ারী, সূত্রাপুর, গেন্ডারিয়া, বংশাল, চকবাজার ও কোতোয়ালি এলাকাসহ পুরান ঢাকার বিস্তীর্ণ জনপদে গ্যাসের অভাবে চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। ভুক্তভোগী এলাকাবাসীর সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে এর আগে তিনি সাবেক ওয়ার্ড কমিশনার ও কাউন্সিলরদের সাথে বৈঠক করেছেন।

গ্যাস সংকট সমাধানে তিতাসের এমডি আশ্বাস দিয়েছেন বলে জানান ইশরাক। তিনি বলেন, "এমডি মহোদয় জানিয়েছেন সমস্যাটি তাদের নজরে এসেছে এবং দ্রুতই তাদের টেকনিক্যাল টিম সরেজমিনে এলাকাগুলো পরিদর্শন করবে।"

অন্যদিকে, গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত বছরের তুলনায় এবছর জাতীয় গ্রিডে গ্যাস উৎপাদন কমেছে। আগে যেখানে ২৯০০ ইউনিট উৎপাদন হতো, তা এখন ২৭০০ ইউনিটে নেমে এসেছে। তবে এই সংকট মোকাবিলায় তাদের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি সব সময় গণমাধ্যমের উন্নয়নের কাজ করেছে : ফখরুল
বিএনপি সব সময় গণমাধ্যমের উন্নয়নের কাজ করেছে : ফখরুল
সরকার জনগণের জন্য কাজ করলে শিক্ষকরা রাস্তায় থাকতেন না: রিজভী
সরকার জনগণের জন্য কাজ করলে শিক্ষকরা রাস্তায় থাকতেন না: রিজভী
বেহেশতের টিকিট বিক্রি করে জনসমর্থন পাওয়া যায় না: ফারুক
বেহেশতের টিকিট বিক্রি করে জনসমর্থন পাওয়া যায় না: ফারুক