• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোণায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক    ২৫ নভেম্বর ২০২৫, ০১:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নেত্রকোণা জেলা সদর উপজেলার রৌহা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম বাতেন  চেয়ারম্যান এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা বলা হয়েছে। 

এতে বলা হয়েছে, ২০১৮ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে  শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নেত্রকোণা  জেলাধীন সদর  উপজেলার রৌহা ইউনিয়ন  বিএনপি’র সভাপতি শফিকুল ইসলাম বাতেন  কে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল