টপ নিউজ
জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার বিবাহ
বিনোদন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ০২:৩২ পি.এম.

শুভংকর সেন ও বাঁধন সরকার পূজা-ছবি: সংগৃহীত
জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা সোমবার (২৪ নভেম্বর) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পাত্রের নাম শুভংকর সেন।
পূজা জানিয়েছেন, গত একবছর ধরে তাদের পরিচয় ও বন্ধুত্ব। পরে দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। নতুন জীবনের শুরুতে তিনি সবার আশীর্বাদ চেয়েছেন।
বাঁধন সরকার পূজা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার ১০টির বেশি গান কোটিরও বেশি ভিউ পেয়েছে। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে – তুমি দূরে দূরে আর থেকো না, সাত জনম, এত কাছে, চুপি চুপি, একটাই তুমি, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া, কেন বারে বারে, মানে না মন, মিউজিক তোমায় ছেড়ে।
পূজার স্বামী শুভংকর সেন পেশায় একজন মডেল এবং চাকরিজীবী।
ভিওডি বাংলা/জা







