নবাবগঞ্জে গণশিক্ষার শিক্ষকগনের নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষার শিক্ষকগনের নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে মডেল মসজিদের হলরুমে পরীক্ষা কেন্দ্রটিতে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পরীক্ষার সার্বিক তদারকিতে ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। তিনি পরীক্ষা গ্রহণের পরিবেশ পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ মতিন। তিনি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন এবং নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করেন।
পরীক্ষার সময়ে কেন্দ্র পরিদর্শনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ ছিল শান্ত, স্বচ্ছ ও নিরাপদ।
ভিওডি বাংলা/ এমএইচ







