ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালত কার্যক্রম জোরদারে আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালতের কার্যক্রম শক্তিশালীকরণ, সম্প্রসারণ, প্রচারণা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ে গ্রাম আদালত ব্যবস্থাপনার অগ্রগতি পর্যালোচনা এবং বিচারসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সার্বিক সমন্বয় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা মন্তব্য করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভাটি পরিচালনা করেন গ্রাম আদালত জেলা ব্যবস্থাপনা কমিটির পরিচালক মেরাজুল ইসলাম। এছাড়া জেলা তথ্য অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া পরিচালক, জেলার বিভিন্ন এনজিও সংস্থা, মানবাধিকার কর্মী এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, গ্রাম আদালতকে আরও শক্তিশালী এবং জনগণের কাছে সহজসাধ্য করার জন্য ইতোমধ্যে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তিনি বলেন, “সাধারণ মানুষ প্রায়ই খুব ছোট একটি বিষয়—যেমন একটি মোরগ বা সামান্য জমি নিয়ে বিবাদের কারণে মামলা-মোকদ্দমার জটে পড়ে যান। এতে উভয়পক্ষই আর্থিকভাবে, সময়সাপেক্ষ প্রক্রিয়ায় এবং মানসিকভাবে হয়রানির শিকার হন। তাই গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত, সহজ এবং স্বল্প ব্যয়ে বিচার নিশ্চিত করা গেলে এই ভোগান্তি অনেকটাই কমে আসবে।”
তিনি আরও বলেন, “একজন বিচারককে আল্লাহতালা দুইবার বিচার করবেন—প্রথমত সাধারণ মানুষ হিসেবে, দ্বিতীয়ত বিচারক হিসেবে। বিচারকের দায়িত্ব অত্যন্ত পবিত্র। তাই বিচারকার্যে ন্যায়পরায়ণতা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। গ্রাম আদালতের সদস্যদেরও একই মনোভাব নিয়ে কাজ করতে হবে।”
সভায় গ্রাম আদালত ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবস্থাপক মেরাজুল ইসলাম জেলার সামগ্রিক অগ্রগতি উপস্থাপন করেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি উপজেলায় মোট ১০০টি ইউনিয়নে গ্রাম আদালত প্রকল্পের প্রচারণা পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে ৫০ শতাংশ ইউনিয়নে কার্যকর প্রচারণা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সারাদেশের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, দেশের ৮টি বিভাগ, ৬১টি জেলা এবং ৪৬৮টি উপজেলায় মোট ৪,৪৯৭টি ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম চালু রয়েছে।
মেরাজুল ইসলাম জানান, গ্রাম আদালত প্রকল্পের মোট বাজেট ৫০.১ মিলিয়ন ইউএস ডলার। এর মধ্যে বাংলাদেশ সরকার ১৮.৬৪ মিলিয়ন ইউএস ডলার এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি মিলে ৩১.৩৭ মিলিয়ন ইউএস ডলার সহায়তা প্রদান করছে। স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলতি ২০২৪–২৫ অর্থবছরে গ্রাম আদালতে ৩,০৭২টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে নিষ্পত্তির হার ৭৭.৩৮ শতাংশ, যা দেশের অন্যান্য জেলার তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি। বাস্তবায়িত সিদ্ধান্তের হার ৯০.৭৪ শতাংশ এবং ক্ষতিপূরণ আদায় করা হয়েছে ১৫.০৬৯৬৮১ টাকা। নারী আবেদনকারীর সংখ্যা ৮৩২ জন, বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ ১৫ শতাংশ। তিনি জানান, প্রায় ৫০ হাজার নারী-পুরুষকে সচেতন করা হয়েছে এবং উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা এসেছে ৩২৫টি।
সভায় জানানো হয়, গ্রাম আদালত কার্যক্রমের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের ছোটখাট বিরোধ নিস্পত্তি করে তাদেরকে দীর্ঘমেয়াদি মামলা-মোকদ্দমা থেকে মুক্ত রাখা। বিশেষত গ্রামের সাধারণ মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন এবং স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পান—এ লক্ষ্যেই গ্রাম আদালতকে আরও শক্তিশালী করা হচ্ছে।
সভায় উপস্থিত অতিথিরা বলেন, গ্রাম আদালত সঠিকভাবে পরিচালিত হলে বিচার বিভাগের ওপর চাপ কমবে। একই সঙ্গে গ্রামীণ পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং সামাজিক সম্পর্ক আরও দৃঢ় হবে। এজন্য গ্রাম আদালত সদস্যদের প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি কর্মসূচি, বিচার প্রক্রিয়ার দ্রুততা এবং নিবিড় তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়—ইউনিয়ন পরিষদ পর্যায়ে গ্রাম আদালতের প্রচারণা আরও জোরদার করা হবে।গ্রাম পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে উৎসাহ দেওয়া হবে।
বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়াতে পৃথক সচেতনতা সভা আয়োজন করা হবে।
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।উচ্চ আদালত হতে প্রেরিত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে বিশেষ তদারকি কমিটি সক্রিয় থাকবে।
আলোচনা সভায় বক্তারা আশা প্রকাশ করেন, গ্রাম আদালত সঠিকভাবে পরিচালিত হলে গ্রামীণ পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত সমাধান হবে এবং ন্যায়বিচার আরও সহজলভ্য হবে। এর মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের হয়রানি কমে আসবে।
ভিওডি বাংলা/আমিনুল ইসলাম (আহাদ)/ এমএইচ







