• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৌদিতে প্রথমবার বার চালু

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৩২ পি.এম.
দীর্ঘ ৭০ বছর পর সৌদিতে প্রথমবার বার চালু-ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশ সৌদি আরবে দীর্ঘ সাত দশকের কঠোর নিষেধাজ্ঞার পর প্রথমবারের মতো একটি ‘বার’ চালু করা হয়েছে, যেখানে শুধুমাত্র অ্যালকোহলবিহীন পানীয় পরিবেশন করা হচ্ছে। রাজধানী রিয়াদে ‘এ-১২’ নামের নতুন এই ক্যাফে বিয়ারসহ বিভিন্ন পানীয়ের অ্যালকোহলমুক্ত সংস্করণ সরবরাহ করছে।

১৯৫২ সাল থেকে সৌদিতে মদপান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা ভঙ্গের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান ছিল। নতুন এই উদ্যোগকে সৌদি সমাজে সাংস্কৃতিক পরিবর্তন ও আধুনিকায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। ক্যাফেটিতে নারী-পুরুষ একসঙ্গে বসে অ্যালকোহলবিহীন পানীয় উপভোগ করতে পারছেন, যা দেশটির সামাজিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে, অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদ বিক্রির পরিকল্পনাও রয়েছে। ২০২৪ সালে রিয়াদে একটি দোকানকে কূটনীতিকদের জন্য মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই পদক্ষেপ সৌদি আরবের আধুনিকীকরণ ও বৈচিত্র্যময় সমাজ গঠনের প্রচেষ্টার অংশ, যেখানে ধর্মীয় মূল্যবোধ বজায় রেখেই বিশ্বায়নের সঙ্গে তাল মিলানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ