ধর্মেন্দ্রর বিদায়ে ভারত-পাকিস্তানে একসঙ্গে শোকের ছায়া

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওল আর নেই। ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শ্বাসকষ্টসহ দীর্ঘদিনের শারীরিক জটিলতার কারণে চলতি মাসের শুরুতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুতে ভারত ও পাকিস্তানসহ উপমহাদেশে নেমে এসেছে শোকের ছায়া।
ছয় দশকের ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। ‘শোলে’, ‘ফুল অউর পাথর’, ‘চুপকে চুপকে’সহ বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি দর্শকের মনে অমর হয়ে আছেন।
কিংবদন্তির মৃত্যুতে পাকিস্তান থেকেও উঠে এসেছে আবেগঘন শোকবার্তা। অভিনেত্রী রীমা খান লিখেছেন, ‘সিনেমা আজ তার হৃদস্পন্দন হারালো।’ সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান বলেন, ‘এক সত্যিকারের কিংবদন্তি কখনো মারা যান না, তার উত্তরাধিকার চিরজীবী।’
অভিনেত্রী মাহিরা খান ও আদনান সিদ্দিকী সামাজিক মাধ্যমে স্মরণ করেছেন তার সৌন্দর্য, অভিনয়কৌশল ও ব্যক্তিত্বের কথা। উপস্থাপক আনুশে আশরাফ জানান, তাদের বাবা-মায়ের প্রজন্মে ধর্মেন্দ্র ছিলেন অসীম জনপ্রিয়।
ধর্মেন্দ্রর পাকিস্তানের প্রতি ছিল বিশেষ মমত্ব। পুরোনো এক ভিডিওতে তিনি পাকিস্তানকে ‘মৌসি মা’ বলে উল্লেখ করেন এবং দুই দেশের সম্পর্ক আরও সুন্দর হোক-এমন আশা প্রকাশ করেন।
তার ভাষায়, ‘যদি ভারত আমার মা হয়, তবে পাকিস্তান আমার মৌসি মা। দুই মা যদি একে অপরকে আলিঙ্গন করে, তাহলে আমরা সন্তানেরা শান্তিতে বাঁচতে পারি।’
কিংবদন্তির বিদায়ে দুই দেশের ভক্তরা স্মরণ করছে একজন মানবিক, শিল্পপ্রেমী ও অনন্য নায়ককে।
ভিওডি বাংলা/জা







