আগামী দিনে রাষ্ট্রপতি খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, আগামী দিনের দেশের রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর প্রধানমন্ত্রী হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর নয়া পল্টনে মাওলানা ভাসানী মিলানায়তনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই দাবি করে বুলু বলেন, বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। কিন্তু দেশ ও দেশের মানুষের জন্য তার বেঁচে থাকা প্রয়োজন।
তিনি বলেন, বিএনপির ৩১ দফাই আগামী ১০০ বছরের মুক্তির সনদ। বেগম খালেদা জিয়া হবেন আগামী দিনের দেশের রাষ্ট্রপতি আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী।
বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, জাতি এখন কঠিন প্রশ্নের মুখোমুখি। অনেকে ধর্মকে ব্যবহার করে ব্যবসা করছেন, ইসলামের নাম ভাঙিয়ে করছেন রাজনীতি।
তিনি আরও বলেন, জামায়াত যদি আন্দোলনে জোট না দিত, আওয়ামী লীগ ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারত না। তারা জাতির সঙ্গে বেঈমানি করে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ







