• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কালুখালীতে ধানের শীষের পক্ষে মিছিল ও গণসংযোগ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৫ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর কালুখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে মিছিল ও গণসংযোগ করেছেন রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মুজাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কালুখালী বাজার এলাকায় এ গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলটি কালুখালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ মো. মুজাহিদুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি। কেন্দ্রীয় নেতারা আমাকে এলাকায় প্রচার প্রচারণার জন্য নির্দেশ দিয়েছেন। তাদের নির্দেশনা অনুযায়ী আমি রাজবাড়ী-২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমি শতভাগ আশাবাদী দল আমাকে এ আসনে মনোনয়ন দেবে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দলের পক্ষে কাজ করতে গিয়ে আমি জেলে গিয়েছি। দুর্দিনে এলাকার মানুষের পাশে থেকেছি। কারাবন্দী নেতাকর্মীর পরিবারের সহযোগিতা করেছি। তাই দল আমাকেই মূল্যায়ন করবে।

তিনি আরও বলেন, দল যদি আমাকে মনোনয়ন নাও দেয়, তাহলে যাকে মনোনয়ন দেবে আমি তার পক্ষেই ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করবো। আপনারা সকলেই আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।

পরে পাংশা ফেরার পথে রায়নগর ছোট স্লুইসগেট বাজারে বিএনপি'র রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগ ও মিছিলে রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শামীম মাহমুদ এবং পাংশা পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আয়নাল মুন্সী, কালুখালী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম আজাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. মিন্টু মোল্লা, পাংশা উপজেলা কৃষকদল নেতা বদিউর রহমান পাশা, কালুখালী উপজেলা বিএনপি নেতা নাজিম হোসেন মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল