• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষা–স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিএনপি: খসরু

চট্টগ্রাম প্রতিনিধি    ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পি.এম.
বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনের বাংলাদেশ গঠনে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিএনপি। এ দুই খাতে সর্বাধিক বিনিয়োগ রাখার পরিকল্পনা রয়েছে দলের প্রণীত বাজেটে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর বিএনপির ব্যবস্থাপনায় এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে আমীর খসরু বলেন, শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও শিক্ষার ওপরই নির্ভর করছে আগামীর বাংলাদেশ। এখন লেখাপড়ার গুরুত্ব শুধু সামাজিক নয়—রাজনৈতিক পর্যায়েও পৌঁছেছে। তিনি বলেন, “স্বৈরাচার বিদায়ের পর নতুন আশা–স্বপ্ন তৈরি হয়েছে, যা এক-দুই বছর আগেও ছিল না। আগামীর বাংলাদেশে মেধার মূল্য আরও বাড়বে।”

বিএনপির শিক্ষা–ভাবনা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, শিক্ষকের প্রশিক্ষণ কীভাবে উন্নত হবে—এসব বিষয়ে তারা পরিকল্পনা করছেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, মিউজিক, নাটক ও থিয়েটারের গুরুত্বও তুলে ধরেন তিনি।

প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে আমীর খসরু বলেন, এখন স্মার্টফোন থেকেই বিশ্বের যেকোনো লাইব্রেরিতে প্রবেশ সম্ভব। তিনি বলেন, “মেধার যে বৈশ্বিক ব্যবহার শুরু হয়েছে, সেটাকে যারা কাজে লাগাতে পারবে, তারাই এগিয়ে যাবে। আগামী দিনের চ্যালেঞ্জ হবে বৈশ্বিক চ্যালেঞ্জ।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন বিলম্ব হলে শঙ্কা বাড়বে : মান্না
নির্বাচন বিলম্ব হলে শঙ্কা বাড়বে : মান্না
স্বৈরশাসন থেকে মুক্তির নির্বাচন সামনে: সালাহউদ্দিন
স্বৈরশাসন থেকে মুক্তির নির্বাচন সামনে: সালাহউদ্দিন
এনসিপিসহ ৩ দলের নতুন জোট
এনসিপিসহ ৩ দলের নতুন জোট