• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কড়াইল বস্তির আগুনে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক    ২৬ নভেম্বর ২০২৫, ১০:০০ এ.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান।

বার্তায় তিনি লেখেন, রাজধানীর মহাখালী কড়াইল বস্তি ও আশপাশের এলাকায় ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। এখনও ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ জানা না গেলেও বহু মানুষের বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

তিনি বলেন, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর প্রাণপণ প্রচেষ্টা দেশবাসীকে প্রেরণা দিয়েছে।

তারেক রহমান মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন যাতে কোনো প্রাণহানি না ঘটে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে তারা এ কঠিন সময় অতিক্রম করতে সক্ষম হবে। দলের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের প্রয়াস অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: খসরু
বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: খসরু
দুর্নীতি রোধ একমাত্র বিএনপিই করতে পারে
তারেক রহমান দুর্নীতি রোধ একমাত্র বিএনপিই করতে পারে
ডিইউজে গণমাধ্যম স্বাধীনতায় আরও সক্রিয় হবে: জামায়াত আমির
ডিইউজে গণমাধ্যম স্বাধীনতায় আরও সক্রিয় হবে: জামায়াত আমির