টপ নিউজ
পিজি হাসপাতালে আগুন
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৫, ১২:১২ পি.এম.

শাহবাগের পিজি হাসপাতালে আগুন-ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল হাসপাতাল (পিজি হাসপাতাল) ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং সকাল ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ভিওডি বাংলা/জা






