‘হাই কিক’ খ্যাত কোরীয় অভিনেতা লি সুন-জায়ে প্রয়াত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সুন-জায়ে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ১৯৩৪ সালে হোয়েরিয়ংয়ে (বর্তমানে উত্তর কোরিয়ার অংশ) জন্মগ্রহণ করেন এবং কোরীয় যুদ্ধে আগে সিউলে চলে আসেন।
লি সুন-জায়ে অভিনয় জীবন শুরু করেছিলেন সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র থাকাকালীন। ১৯৫৬ সালে ‘বিয়ন্ড দ্য হরাইজন’ নাটকের মাধ্যমে মঞ্চে অভিষেক ঘটে। পরবর্তী ছয় দশক ধরে তিনি টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রে তার প্রতিভার ছাপ রেখেছেন।
তিনি আনুমানিক ১৪০টি উল্লেখযোগ্য নাটকে অভিনয় করেছেন। জনপ্রিয় সিটকম ‘হাই কিক থ্রু দ্য রুফ’-এর মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। এছাড়াও ‘দ্য কিং’স ফেস’, ‘নাবিলেরা’, ‘ডিয়ার মাই ফ্রেন্ডস’, ‘সেজং’, ‘ফাদার’স হাউজ’ ও ‘দ্য গ্রেট কিং’-এর মতো নাটকে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
লি সুন-জায়ে দক্ষিণ কোরিয়ার প্রথম প্রজন্মের টেলিভিশন অভিনেতাদের একজন। ১৯৬০-এর দশকের পরীক্ষামূলক কোরীয় টেলিভিশন যুগ থেকে বর্তমানের জনপ্রিয় কে-ড্রামা পর্যন্ত তিনি একটি সফল সেতুবন্ধন তৈরি করেছেন।
ভিওডি বাংলা/জা







