• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পাঁচ দফা প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক    ২৬ নভেম্বর ২০২৫, ০২:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয় সেজন্য পাঁচ দফা প্রস্তাব জানিয়েছে ফেয়ার ইলেকশন অ্যাডভাইজারি কমিটি। 

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে সংগঠনটির পক্ষ থেকে এসব প্রস্তাব জানানো হয়েছে। 

"ফেয়ার ইলেকশন অ্যাডভাইজারি কমিটি" হলো অবসরপ্রাপ্ত বিসিএস অফিসারদের একটি সংগঠন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন  সাবেক সচিব ড. শরিফুল আলম। তিনি বলেন, ‘২০২৪ সালের মহান জুলাই বিপ্লব আমাদের সামনে দেশ গড়ার এক মহাসুযোগ নিয়ে এসেছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সমাজের বিভিন্ন গোষ্ঠী দেশ গড়ার কাজে ভূমিকা রাখছে। আগামী নির্বাচন হচ্ছে একটি স্থিতিশীল, ইনসাফপূর্ণ এবং সুশাসনের বাংলাদেশ গড়ার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই আমরা এ সুযোগকে কোন ভাবে নস্যাৎ হতে দিতে পারি না।’ 

তিনি বলেন, ‘আমাদের জাতীয় রাজনৈতিক সংস্কৃতির কারণে নির্বাচন আয়োজন সবসময় চ্যালেঞ্জিং। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন যথাযথ নেতৃত্ব দিতে সক্ষম হলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ এর জাতীয় নির্বাচনসমূহ আমাদের জাতীয় সক্ষমতার স্মারক। ইতিহাসের এ যুগসন্ধিক্ষণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পূর্বশর্ত হিসেবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকল্পে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের জাতির প্রতি দায়বদ্ধতার প্রতিশ্রুতি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কিছু অপরিহার্য পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরী।’  

আমাদের প্রস্তাবগুলো হলো— 

১. প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। 

২. প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ২ জন সদস্যের শরীরে বডি ওর্ন ক্যামেরা সংযোজন করা প্রয়োজন। 

৩. নির্বাচনী দায়িত্বে নিরপেক্ষতার স্বার্থে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি-পদায়ন নিশ্চিতকরণ করতে হবে। 

৪. অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। 

৫. নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট আমাদের প্রত্যাশা— সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীল হয়ে কাজ করবে। 


সাবেক এই সচিব আরও বলেন, ‘পৃথিবীর প্রায় সকল দেশে সিভিল সার্ভিসের সদস্যগণ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ নিরপেক্ষতা প্রদর্শন করেন। আশা করি আপনারা একই মাপের পেশাদারিত্ব দেখাতে সক্ষম হবেন। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী বা কোনো অনানুষ্ঠানিক শক্তির কাছে নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসন যাতে নতজানু না হয় তা নিশ্চিত করতে হবে। সরকার, নির্বাচন কমিশন এবং মন্ত্রিপরিষদ সচিবকে এজন্য স্পষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিভিন্ন প্রকারের আইন-শৃঙ্খলা বাহিনী যাতে স্পষ্টভাবে রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রনে থাকে নির্বাচন কমিশনকে তা নিশ্চিত করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনী পরিবেশ রক্ষা ছাড়া যাতে অন্যায়ভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা না করে সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা পাবলিকলি নির্বাচন কমিশনকে দিতে হবে।’

বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও ফেয়ার ইলেকশন অ্যাডভাইজারি কমিটির সভাপতি ড. খন্দকার রাশেদুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা গাজিউদ্দিন মো. মনির, জাহিদুল ইসলাম, আব্দুল কাইয়ুম প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
চকবাজারে আবাসিক ভবনে আগুন
চকবাজারে আবাসিক ভবনে আগুন
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে অগ্নিকাণ্ড
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে অগ্নিকাণ্ড