• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্যাংক–বীমা খাতে বড় ধরনের সংস্কারের আশ্বাস খসরুর

নিজস্ব প্রতিবেদক    ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ছবি: ভিওডি বাংলা

বিএনপি সরকারে এলে দেশের ব্যাংক ও বীমা খাতে ব্যাপক সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জাহিরুল ইসলাম চৌধুরী, শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান সাইয়েদ কামালুদ্দিন জাফরীসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খসরু বলেন, ‘মানুষ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বীমা করে, কিন্তু লুটপাটের কারণে অনেক গ্রাহক তাদের জমাকৃত অর্থ ফেরত পান না।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে কিছু কোম্পানি সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে। এসব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের ভাষায়, ‘গত সরকারের আমলে দলীয় বিবেচনায় বহু ইনস্যুরেন্স কোম্পানি ও ব্যাংক গড়ে তোলা হয়েছে, যা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। জবাবদিহির অভাবে এ খাতগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে। নির্বাচিত সরকার এলে ব্যাংক ও বীমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি পুনরুদ্ধার করা হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন মোশাররফ হোসেন
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন মোশাররফ হোসেন
শান্তিরক্ষা মিশনে ৬ সেনা নিহত, তারেক রহমানের শোক
শান্তিরক্ষা মিশনে ৬ সেনা নিহত, তারেক রহমানের শোক
গুলি করে হিন্দুস্তানি আ’লীগ পুনর্বাসন হবে না : রাশেদ প্রধান
গুলি করে হিন্দুস্তানি আ’লীগ পুনর্বাসন হবে না : রাশেদ প্রধান