কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই তার তিন বোন অভিযোগ করেছেন, কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে তাদের পুলিশের ‘‘নৃশংস মারধরের’’ শিকার হতে হয়েছে।
ইমরান খানের বোন নরীন খান, আলীমা খান ও উজমা খান দাবি করেছেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে সাক্ষাতের অনুমতি চাইলে পুলিশ তাদের ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের ওপর হামলা চালায়।
২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান খান। তার বোনদের অভিযোগ, গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তাদের সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না।
পিটিআই বলেছে, কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ সমর্থকদের ওপর হামলা চালায় এবং ‘‘নৃশংসভাবে মারধর’’ করে। দলটি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
পাঞ্জাব পুলিশের প্রধানকে লেখা চিঠিতে তিন বোন অভিযোগ করেন, বিনা উসকানিতে পরিকল্পিত হামলা চালানো হয় এবং কারাগারের সামনে স্ট্রিটলাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। নরীন খান বলেন, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেও তাদের টেনে হিঁচড়ে ফেলে মারধর করা হয়েছে।
ইমরান খানের আইনজীবীরা অভিযোগ করেছেন, তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে এবং বই, প্রয়োজনীয় জিনিসপত্র ও সাক্ষাতের সুযোগ সীমিত করা হয়েছে।
এদিকে খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও সাতবার চেষ্টা করেও ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি
ভিওডি বাংলা/জা







