• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবাবগঞ্জে প্রাণি সম্পদ সেবা সপ্তাহের প্রদর্শনীর উদ্বোধন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রানী সম্পদ  প্রদর্শনী - ২০২৫ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । 

প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জনসাধারণের জন্য প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার দাউদপুরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। 

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ মতিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মোফাখ খারুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপসহকারী প্রকৌশলী মোঃ ফয়েজ ইমতিয়াজ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান ও সরকারি কর্মকর্তা, ডেইরী ফার্ম মালিক, খামারীরা এসময় উপস্থিত ছিলেন।

এ প্রদর্শনীতে ২০ টি ষ্টল সাজিয়ে বিভিন্ন জাতের গরু, ছাগল, ঘোড়া, কবুতরসহ পশু-পাখি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সফল খামারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান বলেন, নতুন নতুন পশু-পাখির খামার স্থাপন করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল