নবাবগঞ্জে প্রাণি সম্পদ সেবা সপ্তাহের প্রদর্শনীর উদ্বোধন

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রানী সম্পদ প্রদর্শনী - ২০২৫ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জনসাধারণের জন্য প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার দাউদপুরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ মতিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মোফাখ খারুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপসহকারী প্রকৌশলী মোঃ ফয়েজ ইমতিয়াজ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান ও সরকারি কর্মকর্তা, ডেইরী ফার্ম মালিক, খামারীরা এসময় উপস্থিত ছিলেন।
এ প্রদর্শনীতে ২০ টি ষ্টল সাজিয়ে বিভিন্ন জাতের গরু, ছাগল, ঘোড়া, কবুতরসহ পশু-পাখি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সফল খামারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান বলেন, নতুন নতুন পশু-পাখির খামার স্থাপন করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ







