• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি    ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।  

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টার সময় জেএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, মৎস কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, বাংলাদেশ তাঁত বোর্ড কুমারখালীর সহকারী ব্যবস্থাপক মেহেদী হাসান। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা তাদের পালিত পশু পাখি প্রদর্শন করেন। প্রাণী সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল