• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ২৬ নভেম্বর সকাল ১১টায় উদ্বোধনী ও  পুরস্কার বিতরনীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ফাইয়াজ আহাম্মেদ। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ডা. মুহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ আসমাউল ইকবাল মৃদুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ আফিয়া আমীন পাপ্পা গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রসাশক উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা কৃষি কর্মকর্তা; আবদুল্লাহ আল আমিন, সভাপতি গৌরীপুর প্রেসক্লাব ও গৌরীপুর এগ্রোভেট অ্যাসোসিয়েশন; আলীম উদ্দিন, সভাপতি গৌরীপুর ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন; আবুল ফজল, পরিচালক ফজল এগ্রো প্রমুখ।

এবারের প্রদর্শনীতে ষাড় গরু, গাভী, ছাগল, পাঠা, হাঁস, মুরগি, কবুতর, কুয়েলসহ দেশী-বিদেশী পাখি প্রদর্শিত হয়। এছাড়াও বিভিন্ন খামারি ও ওষুধ কোম্পানি প্রদর্শনীতে অংশগ্রহণ করে। প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খামারিদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন খামারি, কৃষক, স্থানীয় সচেতন মহল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপস্থিত অতিথিবৃন্দ প্রাণিসম্পদ উন্নয়নে সরকারের উদ্যোগ, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, দেশি প্রজাতির সুরক্ষা ও খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং এটি কৃষির পরই সর্ববৃহৎ কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল