বাঁশখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদযাপিত

চট্টগ্রাম বাঁশখালীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ নভেম্বর) সকালে বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.সুপন নন্দীর সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শাহাজাদা মোহাম্মদ জুলকারনাইন শাওনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।
এতে আরও উপস্থিত ছিলেন- বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল করিম, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, উপজেলা পল্লী কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জসীম উদ্দিন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংবাদিক আবু বক্কর বাবুল, সাংবাদিক জসীম উদ্দিন, সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন, ডেইরী এসোসিশেনের সাধারন সম্পাদক মোহাম্মদ হোছাইন, প্লোট্রি খামারী মোঃ আবুল কাশেম সহ খামারীবৃন্দ প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ







