• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তাড়াশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণীসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. বাদল মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সফল খামারী ইব্রাহিম হোসেন সরকার প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, প্রাণীসম্পদ আমাদের মাংস, ডিম, দুধসহ আমিসের চাহিদা পূরণ করে। প্রাণীসম্পদ দপ্তরের সহযোগীতায়,খামারীদের অক্লান্ত পরিশ্রমে এবং প্রান্তিক পর্যায়ের নারীদের প্রচন্ড পরিশ্রমের মাধ্যমে আমরা প্রাণী সম্পদে সাফল্য লাভ করেছি। আমাদের এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ প্রাণীসম্পদ প্রদর্শনীতে অংশ নেয়া অর্ধশত স্টল ঘুরে দেখেন। উল্লেখ্য, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর’২০২৫ পর্যন্ত প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান চলমান থাকবে। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল