• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব

কাপ্তান বাজারে তিনদিন ধরে মুরগি বেচাকেনা বন্ধ

নিজস্ব প্রতিবেদক    ২৬ নভেম্বর ২০২৫, ০৬:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর কাপ্তান বাজারে মুরগির পাইকারি দোকানগুলো চাঁদাবাজি ও দলাদলির কারণে বাজারে তিনদিন যাবত বন্ধ রয়েছে মুরগি বেচাকেনা। দোকান বন্ধ থাকায় ক্রেতা ও সাধারণ মানুষ বিপাকে পড়েছে, বাজারে মুরগির সরবরাহ কমে গিয়ে মূল্যও বেড়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে রাজধানীতে মূল্যবৃদ্ধির পাশাপাশি ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজধানীর কাপ্তানবাজার পোল্ট্রি মার্কেটে নতুন ইজারাদার নিয়োগ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রবিবার রাতে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মাইকিং করে নতুন ইজারাদার নিয়োগের বিষয়টি জানিয়ে দেন সকলকে। এদিকে বাজার মালিক সমিতির নির্দেশে বন্ধ রয়েছে পোল্ট্রি মার্কেট এমন অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। 

ব্যবসায়ীরা জানালেন, গতবছর পাঁচ আগস্টের পর থেকে কাপ্তানবাজার পোল্ট্রি মার্কেটের খাস আদায় করা ব্যবসায়ী মালিক সমিতির নির্দেশে বন্ধ রয়েছে পোল্ট্রি মার্কেট। তারা জানান, সিটি কর্পোরেশন ইজারাদার নিয়োগ দেওয়ায় মার্কেট বন্ধ রাখেন কথা বলেছেন মালিক সমিতি।

এ বিষয়ে জানতে মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ লাল মুরগি বেচাকেনায় বাঁধা সৃষ্টির কথা অস্বীকার করে বলেন, আমরা ইজারাদারদের জন্য বন্ধ বেচাকেনা বন্ধ রেখেছি। তারা একজোট হলে আমরা সঙ্গে সঙ্গেই বেচাকেনা শুরু করে দিবো। 

খোঁজ নিয়ে আরো জানা যায়, স্থানীয় রাজনৈতিক এক নেতা ও ব্যবসায়িক সমিতি সভাপতি ও সেক্রেটারির যোগসাজসে বন্ধ রয়েছে পোল্ট্রি মার্কেট। 

সকল বিধি মেনে দরপত্র আহবানের পর সিটি কর্পোরেশন কর্তৃক ইজারাদার নিয়োগ দেওয়ার প্রমাণ মিলল সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের মাইকিং এর মাধ্যমে। রবিবার রাতেই মাইকিং করে নতুন ইজারাদার কর্তৃক খাস আদায়ের বিষয়ে ঘোষণা দেন সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট।

পোল্ট্রি মার্কেট এর ইজারা প্রাপ্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, সকল নিয়ম মেনেই দরপত্রে অংশ নিয়ে ইজারা পেয়েছেন তিনি। ব্যবসায়ীরা বলছেন, খাস আদায় সংক্রান্ত জটিলতার অবসান হলে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন তারা এমনটিই আশা তাদের।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
চকবাজারে আবাসিক ভবনে আগুন
চকবাজারে আবাসিক ভবনে আগুন
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে অগ্নিকাণ্ড
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে অগ্নিকাণ্ড