সারিয়াকান্দিতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণী সম্পদে হবে উন্নতি” স্লোগানকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় এ উপলক্ষে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি প্রাণী সম্পদ কার্যালয় থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি, কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মীর কাওছার হোসেনের সভাপতিত্বে প্রাণী সম্পদ কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান। তিনি বলেন, “দেশীয় জাতের সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলেই প্রাণী সম্পদ খাতে বৈপ্লবিক উন্নয়ন সম্ভব। সরকার এ খাতে ব্যাপক সহায়তা প্রদান করছে।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রাণী সম্পদ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক (কৃত্রিম প্রজনন) গোপেশ চন্দ্র, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা মৎস্য অফিসার মুর্শিদা খাতুন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. এ জেড এম খালেদ জুলফিকার, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম এবং স্থানীয় খামারি বাবুল ইসলাম।
বক্তারা বলেন, খামারিদের আধুনিক প্রশিক্ষণ, রোগ প্রতিরোধ ব্যবস্থা, নিরাপদ পশুখাদ্য এবং দেশীয় জাতের উন্নয়নই প্রাণী সম্পদ খাতকে টেকসই করবে। এ ধরনের প্রদর্শনী ও সচেতনতামূলক কার্যক্রম খামারিদের উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন খামারিদের উৎপাদিত গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, মৎস্য এবং আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা নিয়ে সাজানো বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। উপস্থিত অতিথিরা স্টল ঘুরে দেখেন এবং খামারিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে সারিয়াকান্দি জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে তথ্যপত্র, প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ প্রদান করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ







