এনসিপিসহ ৪ দলের সমন্বয়ে নতুন জোটের ঘোষণা আজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ চার দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা আসছে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর)। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে জোটটির আত্মপ্রকাশ হবে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাৎ টুটুল।
অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম জানান, সামনে নির্বাচনকে লক্ষ্য করে চার দলের সমন্বয়ে জোট গঠন করা হচ্ছে এবং জোটগতভাবেই নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন আগে ছয় দলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ’-এর শরিক ছিল। তবে ২০২৪ সালের আগস্টের পর থেকে ওই জোটের কার্যক্রমে নিষ্ক্রিয়তা ও আসন সমঝোতা নিয়ে মতপার্থক্যের কারণে দূরত্ব তৈরি হয়। বিএনপির সঙ্গে আসন বণ্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে গুরুত্ব না দেওয়ায় দলটির শীর্ষ নেতারা ক্ষুব্ধ হয়ে জোট ছাড়েন।
গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, “আমরা এখন আর গণতন্ত্র মঞ্চের সঙ্গে নেই। নতুন জোট করতে যাচ্ছি।”
সূত্র বলছে, নতুন জোটের কাঠামো চূড়ান্ত করা হয়েছে এবং এর নাম হতে পারে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’।
জোটে থাকছে চার দল- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউপি বাংলাদেশ ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
ভিওডি বাংলা/জা







