• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইমরান খানের মৃত্যুর গুজব নিয়ে জেল প্রশাসনের বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ নভেম্বর ২০২৫, ১১:১৩ এ.এম.
রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান খান-‘সুস্থ ও জেলে রয়েছেন’ দাবি প্রশাসনের-ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। গত মঙ্গলবার (২৫ নভেম্বর) তার তিন বোন তাকে সাক্ষাৎ করতে গেলেও অনুমতি পাননি এবং নিরাপত্তা বাহিনীর আচরণ নিয়ে অভিযোগ তুলেছেন তারা।

এরপর বুধবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, ইমরান খান নাকি মারা গেছেন। ছড়িয়ে পড়া এই গুজব ও কর্তৃপক্ষের ‘রহস্যজনক নীরবতা’ ঘিরে উত্তেজনা তৈরি হয়।

অবশেষে বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে জেল প্রশাসন। তাদের দাবি, ইমরান খানকে কোথাও স্থানান্তর করা হয়নি এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, "আদিয়ালা জেল থেকে তার স্থানান্তর সংক্রান্ত খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি সুস্থ আছেন এবং পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পাচ্ছেন।"-খবর জিও নিউজের।

এদিকে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, তাকে গোপনে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

২০২২ সালের এপ্রিল মাসে অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলায় ২০২৩ সালের আগস্টে ইমরান খান কারাগারে যান।

অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, কারাগারে ইমরান আগের তুলনায় বেশ আরামে আছেন। তার ভাষ্য, "ইমরানের জন্য যে খাবারের মেনু আসে-সেটি পাঁচ তারকা হোটেলেও পাওয়া যায় না।" তিনি আরও জানান, ইমরান টেলিভিশন সুবিধা এবং ব্যায়ামের সরঞ্জামও ব্যবহার করতে পারেন।

নিজের কারাবাসের অভিজ্ঞতা উল্লেখ করে আসিফ বলেন, "আমরা ঠান্ডা মেঝেতে ঘুমাতাম, কারাগারের খাবার খেতাম। জানুয়ারিতে দুইটা কম্বল ছিল, গরম পানিও পেতাম না।"

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলাস্কা-কানাডা সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আলাস্কা-কানাডা সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’