• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণতন্ত্র ফেরাতে নির্বাচনের কোনো বিকল্প নেই: আমান

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ০১:২৯ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনই একমাত্র পথ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমান বলেন, নির্বাচনের বিষয়ে অনেক বাধা সৃষ্টির চেষ্টা চলছে তবে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না নির্বাচন হবে।

তিনি বলেন, স্লো পয়জনিংয়ের মাধ্যমে মেরে ফেলার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দেননি ফ্যাসিস্ট শেখ হাসিনা।

ডা. মিলন, জিহাদ ও নূর হোসেনের আত্মদানের লক্ষ্য এখনও পূরণ হয়নি উল্লেখ করে বিএনপির এই নেতা জানান, গত ১৫ বছরে সেই লক্ষ্য বাস্তবায়িত হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন এলে যারা তসবিহ হাতে ঘোরে, তারাই ধর্মব্যবসায়ী
জামায়াত আমির নির্বাচন এলে যারা তসবিহ হাতে ঘোরে, তারাই ধর্মব্যবসায়ী
২০ দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ
২০ দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ
একই দেশের একজন সবার দোয়ায় সিক্ত, আরেকজন পলাতক: সালাম
একই দেশের একজন সবার দোয়ায় সিক্ত, আরেকজন পলাতক: সালাম