ইবিতে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান

নিজেদের ক্যাম্পাস, নিজেরাই রাখবো পরিচ্ছন্ন' এই স্লোগানকে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস ‘ক্যাম্পাস পলিথিন মুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে এই পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি শুরু করে তারা। এসময় সংগঠনটির শতাধিক সদস্য কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পড়ে থাকা পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য ময়লা পরিষ্কার করেন এবং তা নির্দিষ্ট স্থানে ফেলেন।
এসময় তারা বটতলা, জিমনেশিয়াম, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন, টিএসসিসি, ইবনে সিনা বিজ্ঞান ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন, রবীন্দ্র নজরুল কলা ভবন, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন, ডায়না চত্ত্বর, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, আমবাগান, প্যারাডাইস রোড, ঝাল চত্ত্বর, শাহ আজিজুর রহমান হলের প্রাঙ্গন, জুলাই-৩৬ হলের প্রাঙ্গণ ইত্যাদি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন সময়ে গ্রীন ভয়েস ইবি শাখার উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আল মোহিত, সংগঠনটির সাবেক সভাপতি এস. এম. সুইট, মাজিদুল ইসলাম উজ্জ্বল, গ্রীন ভয়েস এর কার্যনির্বাহী সদস্য, সদস্য এবং সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি মো. ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, একটি বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এটি চরিত্র, সচেতনতা এবং দায়িত্ববোধ গড়ে তোলার একটি মহান পাঠশালা। আর সেই দায়িত্ববোধের অন্যতম প্রমাণ হলো আমাদের ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, নিরাপদ এবং পরিবেশবান্ধব রাখা। আজকের এই উদ্যোগ আমাদের সেই দায়বদ্ধতার প্রতিফলন।
সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আল মোহিত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি প্রশাসন একটি কঠোর আইন প্রণয়ন করত, যেখানে বলা হতো—কেউ যদি ক্যাম্পাসের যেকোনো স্থানে ময়লা ফেলে, তাহলে তাকে জরিমানা দিতে হবে—তাহলে আমরা আরও দায়িত্বশীল হতাম এবং ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সহজ হতো।
তিনি আরো বলেন, ক্যাম্পাসের প্রধান রাস্তাগুলোর পাশে হাঁটার জন্য ফুটপাতের ব্যবস্থা এবং ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন স্থাপন করলে এই সমস্যার কার্যকর সমাধান সম্ভব। আমরা আমাদের এই সচেতনতা কার্যক্রম চালিয়ে যাব এবং পাশাপাশি সবাইকে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার বিষয়ে উদ্বুদ্ধ ও সচেতন করবো।
ভিওডি বাংলা/ এমএইচ






