• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবাবগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় গ্রাম পুলিশকে সম্মাননা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২৭ নভেম্বর ২০২৫, ০৩:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে একজন গ্রাম পুলিশ সদস্যকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্ত হলেন, উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর গ্রাম পুলিশ মোঃ সাহাজুল ইসলাম। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম এর সামনে গ্রাম পুলিশের সদস্যের হাতে সম্মাননা স্বারক তুলে দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। এ সময় অন্যান্য ইউনিয়নের গ্রাম পুলিশগন ও উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান জানান, এবার নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড এর এক জন গ্রাম পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ১ জন গ্রাম পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল