টপ নিউজ
ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ পি.এম.

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ বৃহস্পতিবার হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ডা. তাহেরের সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল। তিনি কিছু সময় সেখানে অবস্থান করে চিকিৎসকদের কাছ থেকেও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান। এ সময় ডা. তাহেরের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন বিএনপি মহাসচিব।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডা. তাহের বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল হলেও নিবিড় নজরদারিতে রাখা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ







