• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মাদ্রাসাতে ছাগল সদকা

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাগল সদকা করা হয়েছে। সকালে বাড্ডা ১০০ ফিটের  একটি মাদ্রাসা ও এয়াতিম খানায় শিশুদের উপস্থিতে ছাগল জবাই করে দোয়া করা হয়। দৈনিক ইত্তেফাকের যুগ্ন সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রথিতযশা সাংবাদিক আনোয়ার আলদীনের সহয়তায় ছাগল সদকা করা হয়েছে। 

এসময় উপস্থিত আলেম ওলামাবৃন্দ বলেন, ’দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের খুব আস্থাভাজন এবং মহব্বতের মানুষ আনোয়ার আলদীন ভাই তিনি আমাদেরও খুব প্রিয় মানুষ, তিনি এই সদকাটি পাঠিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য। তার জানের সদকা স্বরূপ এয়াতিম ছাত্রদের সঙ্গে নিয়ে একটি ছাগল সদকা করা হল।আমরা সকলেই দোয়া করেছি যেন আল্লাহ উনাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন।’ 

আলেমবৃন্দ আরও বলেন, ’হাদিস শরীফে এসেছে, সদকা করলে বিপদ-আপদ থেকে মুক্তি পাওয়া যায়। আমরা দেয়া করছি , এয়াতিম ছাত্ররা দোয়া করছে, সকলে মিলে দোয় করছি তিনি আমাদের মাঝে ফিরে আসবেন, আবার দেশের জন্য কাজ করবেন। আল্লাহপাক রব্বুল আলআমীন উনাকে দ্রুত সুস্থতার নেয়ামত দান করুক। পাশাপাশি তার সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকেও আল্লাহ সুস্থতা দান করুক। এই এয়াতিম ছাত্রদের দোয় আশা করি আল্লাহপাক কবুল করবেন।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ অবস্থাকে লেভেল প্লেয়িং ফিল্ড বলা যায় না : গোলাম পরওয়ার
এ অবস্থাকে লেভেল প্লেয়িং ফিল্ড বলা যায় না : গোলাম পরওয়ার
নির্বাচন এলে যারা তসবিহ হাতে ঘোরে, তারাই ধর্মব্যবসায়ী
জামায়াত আমির নির্বাচন এলে যারা তসবিহ হাতে ঘোরে, তারাই ধর্মব্যবসায়ী
২০ দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ
২০ দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ