• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ ধান–চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ২৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে ২০২৫–২০২৬ অর্থ বছরের অভ্যন্তরীণ ধান–চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য গুদাম কার্যালয়ে ধান ও চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিব্বির রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সম্রাট খান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা এলএসডি রাশেদুল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি মোজাফফর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সম্রাট খান জানান, এ বছর সারিয়াকান্দিতে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩৮ মেট্রিক টন। সরকার নির্ধারিত ক্রয়মূল্য অনুযায়ী প্রতি কেজি ধানের দাম ৩৪ টাকা। পাশাপাশি চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৬৪৮ মেট্রিক টন, যেখানে প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

তিনি আরও জানান, কৃষকেরা ‘কৃষক অ্যাপস’-এ নিবন্ধন ও আবেদন করার পর ধান-চাল সরবরাহ করতে পারবেন। তবে যাঁরা আগে আবেদন করে আসবেন, তাঁদের ধান–চালই আগে সংগ্রহ করা হবে।

এই সংগ্রহ অভিযান ২০ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল