• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবচরে সড়ক অবরোধ করে মানববন্ধন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে সূর্য্যনগর বাস কাউন্টার থেকে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্য্যনগর বাজারের বাইপাস সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় লোকজনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এতে অংশ নেন।

ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, সূর্য্যনগর বাস কাউন্টার থেকে রাজধানী ঢাকায় যাতায়াতে ২০০ টাকার ভাড়ার পরিবর্তে যাত্রী প্রতি আড়াইশো টাকা আদায় করছে একটি চক্র। সপ্তাহখানেক ধরে এভাবেই যাত্রীদের হয়রানি করে অতিরিক্ত ৫০ টাকা আদায় করা হচ্ছে। 

এতে রাজধানী ঢাকায় যাতায়াতকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার নির্ধারিত ভাড়া নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যাত্রী ও এলাকাবাসী। পাশাপাশি শিগগিরই অতিরিক্ত ভাড়া আদায়ে জড়িত এই অসাধুদের আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল