• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্যাটিং ব্যর্থতায় ৩৯ রানে হার বাংলাদেশের

   ২৭ নভেম্বর ২০২৫, ১০:২৭ পি.এম.
বাংলাদেশ-আয়ারল্যান্ড ১ম টি-টোয়েন্টি। সংগৃহীত ছবি

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা যেন থামছেই না। সেই ধারাবাহিক ব্যর্থতার আরেকটি উদাহরণ দেখা গেল ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় মাত্র ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় বাংলাদেশ। পরে তাওহিদ হৃদয় একাই লড়াই করলেও কেউ তাকে পর্যাপ্ত সঙ্গ দিতে না পারায় ৩৯ রানের বড় হার বরণ করতে হয়েছে স্বাগতিকদের।

চট্টগ্রামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তোলে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান আসে হ্যারি টেক্টরের ব্যাটে। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে বাংলাদেশের ইনিংস।

১৮২ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের তৃতীয় বলেই ফেরেন তানজিদ হাসান তামিম। ম্যাথু হামফ্রিসের বলে মিড অনে হ্যারি টেক্টরের হাতে ধরা পড়েন তিনি। তিনে নেমে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখেন অধিনায়ক লিটন দাস। মার্ক অ্যাডায়ারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন ৩ বলে ১ রান করে।

শূন্য রানে জীবন পেলেও কাজে লাগাতে পারেননি পারভেজ হোসেন ইমন। তিনি করেছেন মাত্র ১ রান। ফলে ৫ রানের মধ্যেই তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। ইনফর্ম সাইফ হাসানও ব্যর্থ হন। ব্যারি ম্যাকার্থির বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ১৩ বলে ৬ রান।

১৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে জাকের আলি ও তাওহিদ হৃদয় চেষ্টা করেন দলকে এগিয়ে নেওয়ার। দুজনের ৪৮ রানের জুটি ভাঙে জাকের ২০ রান করে ফেরার পর। এরপর আর কেউ হৃদয়কে সঙ্গ দিতে না পারায় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ।

অন্যদিকে একাই লড়েছেন তাওহিদ হৃদয়। ৩৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫০ বলে ৮৩ রান নিয়ে। তবে তার লড়াই হার এড়াতে যথেষ্ট হয়নি।

এর আগে আয়ারল্যান্ডের দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর দারুণ শুরু এনে দেন। ৪০ রানের জুটি ভাঙে স্টার্লিং ২১ রানে ফিরলে। টিম টেক্টর করেন ৩২ রান। তিনে নেমে হ্যারি টেক্টর খেলেন ম্যাচসেরা ইনিংস—৪৫ বলে অপরাজিত ৬৯ রান। তার সামনে মুস্তাফিজুর রহমান ছাড়া আর কোনো বোলারই তেমন প্রতিরোধ গড়তে পারেননি।

এ ছাড়া লরকান টাকার ১৪ বলে ১৮, কুর্টিস ক্যাম্পার ১৭ বলে ২৪ এবং জর্জ ডকরেল অপরাজিত ১২ রান যোগ করেন শেষ দিকে। তাদের এমন সূচিবদ্ধ ব্যাটিংয়েই বড় সংগ্রহ সূচনা হয় আইরিশদের।

সংক্ষিপ্ত স্কোর
আয়ার‍ল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪ (হ্যারি টেক্টর ৬৯*, টিম টেক্টর ৩২, ক্যাম্ফার ২৪, স্টার্লিং ২১; তানজিম ২/৪১, রিশাদ ১/৩৪, শরীফুল ১/৪২)।
বাংলাদেশ: ২০ ওভারে ১৪২/৯ (হৃদয় ৮৩*, জাকের ২০, শরীফুল ১২; হামফ্রিস ৪/১৩, ম্যাকার্থি ৩/২৩, অ্যাডাইর ২/২০)।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেইমারকে নিয়ে ব্রাজিল কোচের স্পষ্ট বার্তা
নেইমারকে নিয়ে ব্রাজিল কোচের স্পষ্ট বার্তা
ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপে একসঙ্গে যে দেশগুলো
ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপে একসঙ্গে যে দেশগুলো
৩ বছর বয়সে দাবার ইতিহাসে বিশ্বরেকর্ড সর্বজ্ঞ সিং
৩ বছর বয়সে দাবার ইতিহাসে বিশ্বরেকর্ড সর্বজ্ঞ সিং