তফসিল ঘোষণার পরই দেশে ফিরবেন তারেক রহমান: মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এ বিষয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনী-২ আসনের দাগনভূঞার তুলাতলী এলাকায় পথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মিন্টু বলেন, “পরিবেশ যাই হোক, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আশা করি তারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেবে।”
তিনি আরও বলেন, এই প্রথম তিনি নিজে নির্বাচন করছেন। এর আগে বাবার ও ভাইয়ের জন্য নির্বাচন পরিচালনা করেছেন। বাংলাদেশের আর্থ–সামাজিক উন্নতির জন্য গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে এমন সরকার প্রতিষ্ঠিত হবে, যা দেশের শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মিন্টু আরও বলেন, “আপনারা ধানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে আমি সর্বোচ্চ দায়িত্ব পালন করব।”
পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা হামিদুল হক ডিলার। পরিচালনা করেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল, সদস্য সচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।
ভিওডি বাংলা/জা







