টপ নিউজ
হংকংয়ে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১২৮
আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫, ০৪:১৯ পি.এম.

ছবি: সংগৃহীত
হংকংয়ে বহুতল ভবনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮। এখনও খোঁজ মেলেনি ভবনগুলোয় থাকা ২০০ বাসিন্দার। আহত হয়েছেন কমপক্ষে ৭৯ জন।
দেশটির নিরাপত্তা প্রধান ক্রিস ট্যাং জানিয়েছেন, ভবনে আটকে থাকা জীবতের খোঁজার অভিযান শেষ হয়েছে। এখনও প্রায় ২০০ মানুষ নিখোঁজ রয়েছেন এবং কমপক্ষে ৭৯ জন আহত হয়েছেন।
এদিকে, সরকার জানিয়েছে, আগুনে ১২ জন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বুধবার, স্থানীয় সময় দুপুরে আগুনের সূত্রপাত ঘটে তাই-পো জেলার ওয়াং ফুক কোর্ট নামের বহুতল আবাসিক ভবনে। মোতায়েন করা হয়—ফায়ার সার্ভিসের ১২শ'র বেশি কর্মী। এদিকে, দায়িত্বে অবহেলার কারণে আটক করা হয়েছে তিনজনকে। হংকংয়ের ছয় দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড এটি।
ভিওডি বাংলা/ এমএইচ






