বিএনপির দেশগড়ার পরিকল্পনা বাস্তবায়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ‘দেশগড়ার পরিকল্পনা’ শীর্ষক বাস্তবায়ন কমিটির একটি জরুরি সভা আজ রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় দলের চলমান রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক ও আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনির যুগ্ন মহাসচিব বিএনপির দেশগড়ার পরিকল্পনা বাস্তবায়ন কমিটির আহবায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সদস্য সচিব হাবিব উন-নবী খান সোহেল, সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মাহদী আমিন ,আমিনুল হক, মীর শাহে আলম,কৃষিবিদ হাসান জাফির তুহিন,আব্দুল মোনায়েম মুন্না, এস এম জিলানী,নুরুল ইসলাম নয়ন ,শহীদুল ইসলাম বাবুল,রাজিব আহসান ,এড. নিপুন রায় চৌধুরী,মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী, রাকিবুল ইসলাম রাকিব, মোঃ নাছির উদ্দীন নাছির,আলহাজ্ব মাওঃ মোঃ সেলিম রেজা ,এড. মাওঃ কাজী মোঃ আবুল হোসেন,ড. সাইমুম পারভেজ,ড. আব্দুল মজিদ প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ







